ভারত সফরে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টেও বাজে অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ভারতের ৫১৮ রানে ইনিংস ঘোষণার পর তৃতীয় দিন পর্যন্ত দুবার ব্যাট করছে সফরকারী দল। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ৯৭ রানে পিছিয়ে আছে রোস্টন চেজের দল। চতুর্থ দিনে তাদের সামনে কঠিন পরীক্ষা!
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনে ব্যাট শুরু করে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে প্রথম ইনিংসে ২৪৮ রানে অলআউট হয়। ভারত তাদের ফলোঅন করায়। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের অ্যালিক অ্যাথানেজে সর্বোচ্চ ৪১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন শাই হোপ।
ত্যাগনারায়ণ চন্দরপল তৃতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন। শেষ উইকেটে অ্যান্ডারসন ফিলিপসের থেকে আসে ২৪ রান। ২৬.৫ ওভারে ৮২ রান দিয়ে ৫ উইকেট নেন কুলদীপ যাদব। রবীন্দ্র জাদেজা নেন ৩টি উইকেট।
ফলোঅন করতে নেমে কিছুটা প্রতিরোধ গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার জন ক্যাম্পবেল ৮৭ রানে এবং শাই হোপ ৬৬ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনে খেলতে নামবেন। তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলেছে চেজের দল। এ ইনিংসে একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দর।
প্রথম ইনিংসে ভারত ওপেনার যশস্বী জয়সওয়ালের ১৭৫ এবং অধিনায়ক শুভমন গিলের অপরাজিত ১২৯ রানে ৫১৮ তুলে ইনিংস ঘোষণা করে। ৮৭ রান করে আউট হন সাই সুদর্শন।









