ভারতের সাবেক পেসার আশিষ নেহেরা বলেছেন রোহিত শর্মা-বিরাট কোহলির মত অভিজ্ঞ খেলোয়াড়রা ক্রিকেটের ছোট সংস্করণে খেলতে চাইলে খেলুক। তবে আগামী বছর হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে দলে তাদের জায়গা নিশ্চিত করতে তরুণদের সাথে প্রতিযোগিতা করতে হবে।
বিশ্বকাপের পর সংবাদ মাধ্যমে বলেছেন, ‘বয়স কোনো বিষয় নয়। একজন খেলোয়াড় কত রান করছে সেটাই দেখার বিষয়। বিশ্বকাপ দলে জায়গা নিতে তরুণদেরও প্রমাণ করে আসতে হবে। আর যদি রোহিত শর্মা খেলতে চায় তাহলে তার সাথে ওদের প্রতিযোগিতা করতে হবে।’
৪৪ বর্ষী নেহেরা বলেছেন, ‘তার বয়স ৩৬ বছর, ফিটনেস ভালো, ভয়ডরহীন ক্রিকেট খেলে। যখন আমরা আবারও রোহিত-কোহলিকে নিয়ে কথা বলছি, বিশ্বকাপ বেশ দূরে। যদি তারা খেলতে চায় এবং খেলে রান করে তবে তাদের হারিয়ে দলে জায়গা নিতে হবে তরুণদের।’
বিশ্বকাপ ফাইনালে হারা প্রসঙ্গে বাঁহাতি এ পেসার বলেন, ‘ওডিআই বিশ্বকাপের ফাইনালে হারা এক্ষেত্রে কোনো পার্থক্য গড়বে না। এ দুটি গুরুত্বপূর্ণ অংশ। কোহলি আইপিএলে রান পাচ্ছে, রোহিতও ভালো পারফর্ম করছে যার কারণে নির্বাচকরা তাদের প্রতি ঝুঁকতেই পারে। এবং অবসর গ্রহণ না করলে তাদের সাথে এ বিষয়ে আলোচনাও করতে পারে।’







