স্বাধীনতা কাপ-২০২৩ আসরের ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। দুদলের জমজমাট লড়াইয়ে ২-১ ব্যবধানে শিরোপা ধরে রাখল লিগ চ্যাম্পিয়ন কিংস।
সোমবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি মেমোরিয়াল অডিটোরিয়ামের ফাইনালে ঢাকার শতবর্ষী ঐতিহ্যবাহী ক্লাবটির বিপক্ষে গোল করেন কিংসদের রাকিব হোসেন ও ডোরিয়েলটন গোমেজ।
ম্যাচের শুরুতে ফাউল থেকে প্রথম আক্রমণ করে কিংস। মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেনের দৃঢ়তায় কোনো ধরনের সমস্যায় পড়তে হয়নি সাদা-কালোদের। পরের মিনিটে কিংসদের দিকে আক্রমণ চালান মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে, কাজে লাগাতে পারেননি সুযোগ।
চতুর্থ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ আসে কিংসের সামনে। লং বলে বক্সের মধ্যে বল পান ফরোয়ার্ড রফিকুল ইসলাম, কিন্তু এগিয়ে যাওয়া হয়নি লিগ চ্যাম্পিয়নদের। পরে আরও কিছু আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে।
ম্যাচের ৩৮ মিনিটে বক্সের মধ্যে ভালো সুযোগ পান ডোরিয়েলটন গোমেজ, হেডে সুযোগ কাজে লাগাতে পারেননি এ ব্রাজিলিয়ান। পরে অনেকক্ষণ টিকিটাকা খেলতে খেলতে মোহামেডানের উজবেকিস্তান মিডফিল্ডার মোজাফফর মোজাফফরভ সরাসরি গোলে শট নেন। সেটা বারের বাইরে দিয়ে চলে যায়। প্রথমার্ধে গোলশূন্য থেকে বিরতিতে যায় দুদল।
বিরতি থেকে ফিরে ম্যাচে প্রথম সাফল্য পায় মোহামেডান। তার আগে ফাইনালে সরাসরি লাল কার্ড দেখেন কিংস ফরোয়ার্ড রফিকুল ইসলাম। ম্যাচের প্রথম কার্ডটি মোহামেডানের ওমর ফারুক বাবুকে লাথি মারার জন্য দেখানো হয় রফিককে এবং সেটি লাল কার্ড।
ম্যাচের ৫০ মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন মোহামেডানের নাইজেরিয়ান ইমানুয়েল সানডে। ১-০ গোলে এগিয়ে যায় মতিঝিলের ক্লাবটি। ম্যাচে ফিরতে দুই মিনিটের বেশি সময় নেয়নি কিংস। ৫২ মিনিটে বক্সের মধ্য থেকে বাঁ-পায়ে দারুণ শটে সমতায় ফেরে তারা। দুবছর আগের ফাইনালে গোল করা উইঙ্গার রাকিব হোসেন এ মৌসুমের ফাইনালেও গোল পেলেন।
পরে ৬৩ মিনিটে কিছুটা হাতাহাতি হয় মিগুয়েল দামাসেনো এবং ওমর ফারুক বাবুর মধ্যে। সেটা দুদলের মধ্যে ছড়িয়ে পড়ে, হলুদ কার্ড দেখেন এ দুই খেলোয়াড়। ৭১ মিনিটে এক দর্শক মাঠে ঢুকে পড়েন, তবে খেলা থামাতে হয়নি। বাংলাদেশের উইঙ্গার রাকিবকে ছুঁয়ে দেখে আবার মাঠের বাইরে চলে যান। ম্যাচের ৭৪ মিনিটে প্রথম পরিবর্তন করে মোহামেডান।
একজন কম নিয়েও ম্যাচে দমে যায়নি বর্তমান লিগ চ্যাম্পিয়ন কিংস। ৮৪ মিনিটে বক্সের মধ্যে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি মোহামেডান, কর্নার পেয়ে ম্যাচের সবচেয়ে বাজে শটটি নেন মোজাফফর। ৮৬ মিনিটে সুযোগ কাজে লাগান ডোরিয়েলটন, গোল করে কিংসকে এগিয়ে দেন এ ব্রাজিলিয়ান।
যোগ করা সময়ের প্রায় শেষ সময়ে এগিয়ে থাকা কিংসের খেলোয়াড়দের সাথে মোহামেডানের বেশ উত্তেজনা চলতে থাকে। টানা চারটি হলুদ কার্ড দেখানো হয় দুদলের খেলোয়াড়দের। শেষপর্যন্ত স্বাধীনতা কাপের গত আসরের চ্যাম্পিয়ন কিংসরা শিরোপা ধরে রাখতে পারে।







