কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীদের নিজ হাতে বানানো পিঠার নিয়ে শুরু হয়েছে দিনব্যাপী পিঠা উৎসব। ভালবাসা ডটকম, হৃদয় হরণ, ব্যাকআপসহ দুই শতাধিক রকমের পিঠা রয়েছে উৎসবে।
বুধবার ৩১ জানুয়ারি সকাল ১১টা থেকে গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষক পরিষদের আয়োজনের ফুলে সজ্জিত ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম. মুশতাকুর রহমান।
পিঠা উৎসবে ২২টি স্টলে এসব পিঠার পসরা সাজিয়ে বসেছে কলেজের শিক্ষার্থীরা। দারুণ এ আয়োজন দেখতে ও পিঠার স্বাদ নিতে কলেজে এসেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঐতিহ্যবাহী গ্রামীণ এসব পিঠার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে শীতের মৌসুমে তৃতীয় বারের মতো এ আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।








