ঈদ যাত্রায় পরিবার, স্বজনদের সঙ্গে নিয়ে বাড়ি ফিরছে মানুষ। ভোর থেকেই ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। বিভিন্ন স্থানে গাড়ির চাপ থাকায় কিছুটা ধীর গতিতে চলছে যানবাহন।
শুক্রবার যানজট নিরসন ও ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় পুলিশ, কমিউনিটি পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে।
যাত্রীদের পাশাপাশি সড়কে বেড়েছে যানবাহনের চাপ। গাড়ির সংখ্যা বেড়ে কয়েকগুণ হওয়ায় ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা, টঙ্গী, চেরাগ আলী, গাজীপুরা পয়েন্ট দিয়ে যান চলাচল করছে ধীরগতিতে।
যত্রতত্র গাড়ি পার্কিং, ইউটার্ন নেয়া, যাত্রী ওঠানামার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখো মানুষের উপস্থিতির সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ।
এতে এই পয়েন্টে কিছুটা ধীর গতিতে চলছে গাড়ি। তবে বরাবরের মতো এবারও অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ তুলেছেন যাত্রীরা। ঈদ সামনে রেখে সড়ক-মহাসড়কে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা।
ঘরমুখো মানুষের নিরাপত্তায় ড্রোন, মোটরসাইকেল পেট্রোলিং, কুইক রেসপন্স টিম ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে পুলিশ কাজ করছে। একই সাথে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা এক যোগে কাজ করছে।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, গাজীপুরের পোশাক কারখানাগুলো ছুটি হলে যাত্রীদের চাপ আরও বাড়বে।








