যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। ইরানিদের উদ্দেশে তিনি বলেছেন, সহায়তা আসছে।
বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান নিজেদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন। খুনি ও নিপীড়কদের নাম মনে রাখুন। তাদের বড় মূল্য দিতে হবে। বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সহায়তা আসছে।
এদিকে ইরানের সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড বুধবার কার্যকর করা হবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ও সরকারি কর্মচারীরাও রয়েছেন।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানের কড়া সমালোচনা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র নতুন সামরিক অভিযানের হুমকি দিচ্ছে এবং ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণাকে ‘ব্ল্যাকমেইল’ হিসেবে আখ্যায়িত করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাকারোভা বলেন, ইরানে হামলার যে হুমকি দেওয়া হচ্ছে, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি ইরানের অভ্যন্তরীণ বিশৃঙ্খল পরিস্থিতিকে হামলার অজুহাত হিসেবে ব্যবহার না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন। তার মতে, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
প্রসঙ্গত, ট্রাম্প এর আগে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত।









