চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিযোগ ‘পূর্বপরিকল্পিত’ বলছেন হাথুরুসিংহে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
8:15 অপরাহ্ন 18, অক্টোবর 2024
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

ক্রিকেটারের সঙ্গে অসদাচরণ ও আচরণবিধি ভাঙার দায়ে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছেনে চন্ডিকা হাথুরুসিংহে। তার জায়গায় ওয়েস্ট ইন্ডিজ কোজ ফিল সিমন্সকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির সাথে লঙ্কান কোচের আনুষ্ঠানিক চুক্তি বাতিল হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার মুখ খুলেছেন হাথুরুসিংহে। তার বিরুদ্ধে আসা অভিযোগগুলোকে ‘পূর্বপরিকল্পিত’ বলছেন লঙ্কান কোচ।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিজের অবস্থান তুলে ধরেছেন হাথুরুসিংহে। বলেছেন, ‘আমার মনে হচ্ছে এসব অভিযোগ পূর্বপরিকল্পিত।’

‘নতুন সভাপতির মেয়াদের প্রথম দিনেই তিনি প্রধান কোচকে অপসারণের ইচ্ছা প্রকাশ করে একটি প্রকাশ্য বক্তব্য দিয়েছিলেন। এরপর আরেকজন প্রধান কোচ নিয়োগের মাত্র চার ঘণ্টা আগে শোকজ নোটিশ পেয়ে আমি হতভম্ব। সেখানে বলা হয়েছে যে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা। ঘটনার ক্রমধারা এই কর্মকাণ্ডের পেছনের উদ্দেশ্য সম্পর্কে গুরুতর প্রশ্ন তোলে।’

বিবৃতিতে বলেছেন, ২০২৩ বিশ্বকাপের ম্যাচ চলাকালে একজন খেলোয়াড়কে লাঞ্ছিত করা এবং অনুমতি ছাড়া বেশি ছুটি নেয়ার বিষয় উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার সততা ও পেশাদারত্ব নিয়ে যে অভিযোগ করেছে, সেটা তুলে ধরতেই আমি এ চিঠি লিখছি। এই অসংগতিপূর্ণ বক্তব্যের জবাব না দিয়ে আমি পারি না। আমি বিশ্বাস করি, এর ব্যাখ্যা দেয়াটা জরুরি। এই অভিযোগগুলো ঘিরে আমার দৃষ্টিভঙ্গি অনুসারে ঘটনাগুলো স্পষ্ট করা এবং আমার বক্তব্য উপস্থাপন করা গুরুত্বপূর্ণ

হাথুরুসিংহের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে স্পিনার নাসুম আহমেদের গাঁয়ে হাত তুলেছেন বলে। সেই অভিযোগটি নিয়ে লঙ্কান কোচ বলেছেন, ‘যে ঘটনার কথা বলা হয়েছে, সেটা যেখানে ঘটেছে, সেই ডাগআউট বা ড্রেসিংরুম বিশ্বকাপের ম্যাচ চলাকালে সব সময় নজরদারিতে থাকে। ৪০ থেকে ৫০টি ক্যামেরা ম্যাচের প্রতিটি মুহূর্ত ধারণ করে। আর যদি সেখানে কিছু ঘটেই থাকে, আমি অভিযোগকারী বা কোনো সাক্ষীর সঙ্গে মুখোমুখি কথা বলারও সুযোগ পাইনি।’

‘ঘটনাটা যদি এতটাই গুরুতর হয়ে থাকে, তাহলে সেই খেলোয়াড়টির ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দলের ম্যানেজার বা কোনো কর্তৃপক্ষের কাছে অভিযোগ না করাটা বিস্ময়কর। যদি অভিযোগ করা হয়ে থাকে, তাহলে আমাকে তখন কেন প্রশ্ন করা হয়নি অথবা তখন আমার বক্তব্য জানতে চাওয়া হয়নি। এটাই প্রশ্নের উদ্রেক করে যে এত মাস পর কেন কোনো ব্যক্তি ইউটিউবে এটা নিয়ে সরব হবে।’

শুধু অসদাচরণই নয়। হাথুরুসিংহের বিরুদ্ধে ইচ্ছে মতো ছুটি কাটানোর অভিযোগও আছে। তার জন্য বছরে ছুটি বরাদ্দ ছিল ৪৫ দিনের। তবে গত বছর তিনি কাটিয়েছেন ৬৭ দিন ছুটি। আর চলতি বছর এখন পর্যন্ত ৫৯ দিন ছুটি কাটিয়েছেন। অতিরিক্ত ছুটির জন্য বিসিবির কাছে থেকে অনুমতিও নেননি বলে অভিযোগ রয়েছে। আর এটাকে আচরণবিধি ভঙ্গ হিসেবে দেখছে বিসিবি। সেই বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন হাথুরু।

‘ছুটি নেয়ার বিষয়ে স্পষ্ট করে বলতে চাই যে যখনই ব্যক্তিগত ছুটি নিয়েছি, সেটা আমি প্রধান নির্বাহী বা ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান উভয়ের কাছ থেকে অনুমতি চেয়েছি এবং পেয়েছি। কখনোই বিসিবি আমাকে বলেনি তারা আমার ছুটির বিষয় নিয়ে অসন্তুষ্ট। বরং আমি যতবারই ছুটি চেয়েছি, বিসিবি তা মঞ্জুর করেছে। আমি তাদের অনুমতি ছাড়া কখনোই ছুটিতে যাইনি।’

‘নতুন বোর্ড সদস্যরা অভিযোগ করল আমি অতিরিক্ত ছুটি নিয়েছি, আমার ছুটির মধ্যে পড়া সরকারি ছুটির হিসাব করেনি, যেমন ঈদের দিন, শুক্রবার। আমি যখন সরকারি ছুটির সময আমি ছুটি নেইনি, তখন তারা এর কৃতিত্বও আমাকে দেয়নি। আমার জানামতে, বাংলাদেশের শ্রমিক আইন অনুযায়ী শুক্রবার কাজ করার জন্য আমার পরবর্তী সময়ে ছুটি পাওয়ার কথা। এ ছাড়া বিসিবির একজন চাকরিজীবী হিসেবে আমার শুক্রবার ছুটি পাওয়ার কথা এবং বৃহস্পতিবার অর্ধদিবস ছুটি পাওয়ার কথা।’

‘এটাও এখানে তুলে ধরা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলার সময় বিদেশি কোচদের ছুটি পাওয়া এখানকার সাধারণ রীতি। আমার বেলায়ও ব্যতিক্রম নয় বরং আমার মেয়াদের আগেও অনেক বিদেশি কোচের ক্ষেত্রে এটাই রীতি ছিল। যাই হোক, বিপিএলের সময় নেয়া ছুটি বিবেচনা করা হয়নি এবং এটা আমার চুক্তি অনুযায়ী পাওনা ছুটির বাইরেই ছিল।’

সবকিছু এত দ্রুত ঘটে যাওয়াতে উদ্বেগ প্রকাশ করেছেন হাথুরুসিংহে। বলেছেন, ‘উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে আমার নিরাপত্তা শঙ্কায় আমাকে বাংলাদেশ ছাড়তে বলা হয়েছে। এসব অভিযোগ, দ্রুত নতুন প্রধান কোচের নিয়োগ এবং যথাযথ প্রক্রিয়ার অভাব নতুন ম্যানেজমেন্টের উদ্দেশ্য এবং বিসিবির কর্মকর্তা–কর্মচারীদের প্রতি আচরণকেই চরম উদ্বেগজনক বলে প্রমাণ করে।’

নিজের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বলেছেন, ‘আমি আমার সম্মান রক্ষা করতে সংকল্পবদ্ধ এবং এই বিষয়ে যে কোনও তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবো। শেষ পর্যন্ত সত্যের জয় হবে, এবং আমি আমার ভালোবাসার খেলাতে ইতিবাচকভাবে অবদান রাখতে পারবো।’

ট্যাগ: ফারুক আহমেদবিসিবিলিড স্পোর্টসহাথুরুসিংহে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্র সংস্কারের পরই দেশে জাতীয় নির্বাচন দেয়া হবে: ধর্ম উপদেষ্টা

পরবর্তী

টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

পরবর্তী

টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

উৎসবমুখর পরিবেশে শিশু অধিকার সপ্তাহ ২০২৪ পালিত 

সর্বশেষ

তানজিদের সেঞ্চুরি, শিরোপা মঞ্চে চট্টগ্রামকে ১৭৫ রানের লক্ষ্য দিল রাজশাহী

জানুয়ারি 23, 2026
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

গাজা নিয়ে ইসরায়েল আসলে কী চায়?

জানুয়ারি 23, 2026

আলোচিত ‘শারমিন একাডেমির’ শিক্ষক পবিত্র কুমার কারাগারে

জানুয়ারি 23, 2026

কোয়ালিফায়ারে হেরে বিদায় রিশাদদের হোবার্টের

জানুয়ারি 23, 2026

ফিলিস্তিনের রক্তাক্ত সত্য অস্কারের চূড়ান্ত মঞ্চে

জানুয়ারি 23, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version