খুনিরা বাহিরে ঘুরে বেড়ালে গ্যানম্যান নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
তিনি বলেন, খুনিদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা হলে দেশের মানুষ নিরাপদে থাকবে।
বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর রংপুর নগরীর জুলাই চত্বরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
গত দেড় বছরে হত্যাকাণ্ড, মারামারির ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় উদ্বেগ প্রকাশ করে আখতার হোসেন বলেন, ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনায় রাষ্ট্রযন্ত্র বা প্রশাসন জড়িত থাকায় চিহ্নিত খুনি দেশে আছে নাকি ভারতে পালিয়ে গেছে, তা স্পষ্টভাবে বলতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী।
এ সময় এনসিপি’র জেলা আহ্বায়ক আল মামুনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।









