পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে ৩ হাজার ৪৯৪ চিকিৎসক নিয়োগের সঙ্গে অতিরিক্ত আরও ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (৪ মার্চ) উপদেষ্টা পরিষদের ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর আগে রাজধানীর তেজগাঁও-এ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জাননো হয়, মব জাস্টিস বা চাঁদাবাজির মতো কোনো কিছুকেই প্রশ্রয় দেবে না অন্তর্বর্তী সরকার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষা উপদেষ্টা হিসেবে উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন অধ্যাপক ড. সিআর আবরার। আগামীকাল বুধবার তার শপথ হওয়ার কথা রয়েছে।
বৈঠকে জাননো হয়, গত বছরের ৮ আগস্ট থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ২২টি উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৩৫টি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে ৯২টি সিদ্ধান্ত। এবারের বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা ২০২৪ বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর এ সংঘটিত বিদ্রোহ ও ৭৪ জন শাহদত বরণের শোকাবহ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে।
সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস ইউং এর সংবাদ সম্মেলনে জানানো হয় নতুন একজন উপদেষ্টা নিয়োগের কথা।
আর কোন অরাজকতা সরকার সহ্য করবে না বলে সংবাদ সম্মেলনে জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পিএসসির মাধ্যমে ৩ হাজার ৪৯৪ জন চিকিৎসক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। এর বাইরে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।









