জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, গণভোটের বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে।
শনিবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যে না হলেও গণভোটের সুযোগ আছে। গণভোটের বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। ইসির সাথে আলোচনার মাধ্যমে সরকারের গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেয়া উচিত।
তিনি আরও বলেন, ক্ষমতায় এসে জুলাই সনদ বাস্তবায়ন না করলে তাদের পরিণতিও শেখ হাসিনার মত হবে।
গণভোটের পক্ষে যাতে হ্যাঁ ভোট পড়ে সেক্ষেত্রে সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোট পাশ হবার ওপর নির্ভর করে গণতন্ত্র সুরক্ষা পাবে কিনা, সুষ্ঠ নির্বাচন হবে কিনা।









