আর্জেন্টাইন তারকা আলেজান্দ্রো গার্নাচো দ্রুতই ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে পাড়ি জমাচ্ছেন প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট চেলসিতে। তিন মৌসুম ইউনাইটেডে কাটিয়ে লন্ডনের ক্লাবটিতে নতুন ঠিকানা গাড়তে চলেছেন এ উইঙ্গার।
ইউরোপে খবর, চেলসির সাথে চুক্তিবদ্ধ হতে ব্যক্তিগত সব শর্ত মিলিয়ে রাজি হয়েছেন আর্জেন্টাইন তারকা। এখন শুধু বাকি দুই ক্লাবের শেষ বোঝাপড়াটুকু।
দুই ক্লাবের মধ্যে দলবদলের খরচ ও বেতন নির্ধারণ হলেই নতুন চুক্তিতে কলম চালাবেন গার্নাচো। রেড ডেভিলদের কোচ রুবেন আমোরিম নিশ্চিত করেছেন তিনি নতুন ক্লাবে যাবেন। ২১ বর্ষী গার্নাচো ইউনাইটেডে এসেছিলেন ২০২২ সালে, ৩০ জুন ২০২৮ পর্যন্ত তার চুক্তি আছে ওল্ড ট্রাফোর্ডে।
ইউনাইটেডে ১৪৪ ম্যাচ খেলেছেন গার্নাচো। ১৬ গোল করেছেন। সতীর্থদের দিয়ে করিয়েছেন ২২ গোল। ইউনাইটেডের হয়ে লিগ না জিতলেও এফএ কাপ ও লিগ কাপ জিতেছেন। আর্জেন্টিনার হয়ে সবশেষ কোপা আমেরিকা জিতেছেন তিনি। ২০২৪ সালের পুসকাস পুরস্কার জেতেন।









