ঢাকায় একের পর এক বড় কনসার্ট বাতিল হওয়ার ধারাবাহিকতায় এবার থেমে গেলো বছরের সবচেয়ে প্রত্যাশিত আয়োজন ‘মেইন স্টেইজ শো–২০২৫’। ১৩ ডিসেম্বর পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আতিফ আসলামের বহুল আলোচিত কনসার্টটি। শেষ মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় বাতিল হয়ে যায় অনুষ্ঠানটি।
এ আয়োজনে পারফর্ম করার কথা ছিল দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদেরও। প্রস্তুতি, রিহার্সাল, বুকিং—সবকিছুই সেরে রেখেছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে কনসার্ট বাতিলের ঘোষণায় অন্য সবার মত হতাশ হয়ে পড়েছেন এই শিল্পীও।
পরে নিজের ফেসবুকে আক্ষেপ ঝরানো একটি পোস্টের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ফুয়াদ। ফেসবুক পোস্টে ফুয়াদ লিখেছেন,“আতিফ আসলামের কনসার্ট ক্যানসেল হওয়ার খবর শুনতে হলো। আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম আপনাদের সামনে পারফর্ম করার জন্য। গত কয়েক দিন ধরে আমরা ইভেন্ট কম্পানির সাথে আপডেট নিচ্ছিলাম, আর যা যা আপডেট পেয়েছিলাম তাতে মনে হচ্ছিলো সবকিছু ঠিকই আছে। আমরা সাউন্ড কোম্পানির সাথেও ডাবল-চেক করেছিলাম, সবাইকে বুকিং দেওয়া হয়েছিল। কিন্তু আজকে জানলাম সিকিউরিটি কারণে শোটা ক্যানসেল হয়ে গেছে।”
এসময় মন খারাপের কথা জানিয়ে এই শিল্পী বলেন,“কনসার্ট বারবার ক্যানসেল হওয়ায় মিউজিশিয়ান, সাউন্ড কোম্পানি, ভেন্ডরস, স্পনসর সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনকি ফ্যানরাও। আমরা আপনাদের মতোই অপেক্ষা করছি পরিস্থিতি কখন স্বাভাবিক হবে। ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ আমরাও খুব আপসেট।”
তার এই পোস্ট থেকেই স্পষ্ট কনসার্ট বাতিল হওয়ায় শুধু দর্শকরাই নয়, শিল্পীরাও সমান হতাশ, ক্ষতিগ্রস্ত এবং মানসিকভাবে বিব্রত।
সাম্প্রতিক সময়ে ঢাকায় বড় আয়োজনগুলো বারবার বাতিল হয়ে যাওয়ায় পুরো মিউজিক ইন্ডাস্ট্রি অনিশ্চয়তা ও সংকটের মুখে পড়েছে। শিল্পীদের দাবি, দ্রুত সমাধান না হলে এমন পরিস্থিতি ভবিষ্যতে আরও বড় ক্ষতির দিকে ঠেলে দিতে পারে।
কনসার্টটি ভবিষ্যতে নতুন করে আয়োজনের সম্ভাবনা সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।









