কুমিল্লার দাউদকান্দির রায়পুরে বাস চাপায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন নারী ও দু’জন শিশু রয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বাসটিকে এখনো আটক করা যায়নি। ঘাতক বাস চালককে আটক করতে অভিযান চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক পৌনে আটটায় দাউদকান্দি উপজেলার রায়পুরে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি বাস চাপা দেয় চারজনকে। এই সময় এলাকাবাসী চারজনকে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই নারী ও এক শিশুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের মরদেহ গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।









