সাউথ এশিয়া ফাউন্ডেশন-সাফ এর আয়োজনে এই প্রথমবারের মতো নেপালের রাজধানী কাঠমন্ডুতে অনুষ্ঠিত হলো সাফ অ্যালামনাই মিট আয়োজন।
৪-৬ ডিসেম্বরের তিন দিনের আয়োজনে ২৫ জন বাংলাদেশি সাফ স্কলার শিক্ষার্থীদের প্রতিনিধি দলসহ প্রায় ৩০০ বিশিষ্টজন ও পেশাজীবীরা অনুষ্ঠানে অংশ নেন। প্রতিনিধি দলে ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব ও সাফ-বাংলাদেশের চেয়ারপারসন রাষ্ট্রদূত ফারুক সোবহান, ভাইস চেয়ার খুশি কবির, সচিব মোহাম্মদ জাকারিয়া এবং একদল সাংবাদিক, শিল্পী, শিক্ষক, গবেষক, প্রকৌশলী, বনবিদ ও আইনজীবী। এই ইভেন্টের লক্ষ্য ছিল এই সমস্ত সাবেক শিক্ষার্থীদের একত্রিত করে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রকে প্রসারিত করা।

সাবেক শিক্ষার্থীদের মিট চলাকালীন, বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা নিজ নিজ ক্ষেত্রে তাদের সাফল্য এবং অবদান তুলে ধরে এবং শিক্ষাবিদদের ভবিষ্যত সম্ভাবনা এবং পেশাদার সহযোগিতা নিয়ে আলোচনা করে। বাংলাদেশি সাংবাদিকদের একটি দল যারা এশিয়ান কলেজ অব জার্নালিজম, চেন্নাই, ভারতের সাবেক স্কলার, তারা কান্তিপুর পাবলিকেশন্স লিমিটেড পরিদর্শন করেছে যা নেপালের অন্যতম বৃহত্তম মিডিয়া গ্রুপ। এই সফরে উভয় দেশের সাংবাদিকরা বাংলাদেশ ও নেপালের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি এবং সাংবাদিকতার বিশ্বব্যাপী চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন।
তিনদিনব্যাপী আয়োজনের শেষ দিনে কাঠমান্ডুর সিদ্ধার্থ আর্ট গ্যালারিতে সাউথ এশিয়ান আর্ট এক্সিবিশন, যেখানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শিল্পীরা তাদের শিল্পকর্ম প্রদর্শন করে। অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পী মাইনুল ইসলাম ও শিমুল শাহার শিল্পকর্ম উপস্থাপন করা হয়।
সাউথ এশিয়া ফাউন্ডেশন (সাফ) সার্কের শীর্ষ সংস্থা হিসেবে পরিচিত। শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার প্রচারে সাফ অত্যন্ত সক্রিয়। গত দুই দশকে, এটি এই অঞ্চলের প্রায় ৮০০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক বাংলাদেশি শিক্ষার্থী বৃত্তি পেয়েছে এবং ডিগ্রি অর্জন করেছে।









