রাজশাহীতে অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। আজ সোমবার ১৭ মার্চ সকালে ঝিরিঝিরি বৃষ্টি হয়। বৃষ্টির কারণে রাজশাহীতে আবহাওয়া কিছুটা শীতল হয়েছে। তবে বৃষ্টির পরিমাণ মাপা সম্ভব হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য মতে, রাজশাহীতে সর্বশেষ বৃষ্টি হয়েছে গত ২২ ফেব্রুয়ারি। সেই সময় বৃষ্টিপাত রেকর্ড কারা হয় ৪ দশমিক ৪ মিলিলিটার। এদিকে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার দিনের তামপাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, রাজশাহী সকাল ১০টার দিকে একটু বৃষ্টি হয়েছে। যা বৃষ্টি হয়েছে সেটি নাম মাত্র। এর ফলে দিনে তাপমাত্র কিছুটা কমেছে। তবে বৃষ্টিপাত রেকর্ড করার মত বৃষ্টি হয়নি।
এদিকে রাজশাহীতে গত কয়েকদিনের তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। ফলে রমজানের মধ্যে প্রচণ্ড গরম অনুভব করছিল রাজশাহীর মানুষ। টানা দাবদাহের পর সকালের এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি এসেছে।









