বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি তিনদিনের সফরে ভারতে এসেছেন। দ্বিতীয় দিনে মুম্বাইয়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। সন্ধ্যা ছয়টার দিকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির হন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারও। সন্ধ্যা সাতটার দিকে মেসির সাথে সাক্ষাৎ করেন তিনি।
২০১১ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন টেন্ডুলকার। সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ইন্ডিয়া স্টারস ও মিত্র একাদশের ম্যাচের পর তার সাক্ষাৎ হয় মেসির সাথে। বিশ্বকাপ জয়ী সেই জার্সি শচীন উপহার দিয়েছেন মেসিকে। জার্সিতে অটোগ্রাফ দিয়েছেন মাস্টার ব্লাস্টার সাবেক।
ইন্ডিয়া স্টারস এবং মিত্র স্টারসের ম্যাচের পর ক্ষুদে ফুটবলারদের সার্টিফিকেট দেন মেসি-সুয়ারেজরা। এরপর ভারতের সাবেক অধিনায়ক সুনীল ছেত্রী দেখা করেন বিশ্বজয়ী মহাতারকার সাথে। সেখানে মেসি ভারতীয় ফুটবলারকে নিজের জার্সি উপহার দেন।
মেসি পরবর্তী অনুষ্ঠানসূচিতে মহারাষ্ট্র সরকারের প্রোজেক্ট মহা-দেবা উদ্বোধন করেন। ভারত সরকার রাজ্য থেকে ফুটবলারদের বাছাই করবে। পরে তাদের ফিফার অধীনে অনুমোদিত একাডেমিতে ট্রেনিং করানো হবে এর আওতায়।









