অনেক কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে খেলার অনুমতি পেয়েয়েন যুক্তরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হাজমা দেওয়ান চৌধুরী। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় দলে খেলার নিশ্চয়তা পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে তাকে।
বাফুফে ও ফিফার আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার পর ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন হামজা সেখানে তাকে বলতে দেখা গেছে, ‘সবাইকে হায়, আমি হামজা, অত্যন্ত আনন্দিত সব কিছু ঠিক মতোই হয়েছে (বাংলাদেশে খেলার বিষয়ে)। বাংলাদেশের হয়ে খেলার জন্য আর দেরি করতে পারছি না। আশা করছি সবার সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে।’
এর আগে হামজার জাতীয় দলে যোগ দেয়া নিয়ে উচ্ছ্বসিত বাফুফে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছে। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে।’
তার ক্লাব লেস্টার সিটিও বাংলাদেশের জাতীয়তা পাওয়া নিয়ে ফেসবুকে লিখেছে, ‘হামজা চৌধুরী আজ বাংলাদেশের প্রতি তার জাতীয় আনুগত্য প্রকাশ করেছেন।’









