অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রিয়া ও পর্তুগাল। কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামের ফাইনালে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেখানই তিনি জানিয়েছেন, বিশ্বকাপে বাংলাদেশকে দেখার অপেক্ষায় আছেন তিনি।
বিশ্বকাপের ফাইনালে অস্ট্রিয়াকে ১-০তে হারিয়ে ৩৪ বছর পর শিরোপা জয়ের স্বাদ পায় পর্তুগাল। প্রথমবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর অনুজরা।
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আবজল রহমান নামে এক বাংলাদেশি তরুণ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। তার নেয়া ১১ সেকেন্ডের একটি ভিডিওতেই ফিফা সভাপতি বলেছেন, ‘এগিয়ে যাও বাংলাদেশ। বিশ্বকাপে তোমাদের অপেক্ষা করছি।’
২০২৬ সালে ৪৮ দল দিয়ে প্রথমবার বিশ্বকাপ মাঠে গড়াবে। আগের আসরগুলোতে ৩২ দল থেকে বেড়ে দলের সংখ্যা বাড়লেও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের প্রথম ধাপ থেকেই বাদ পড়েছে বাংলাদেশ। যদিও হামজা-তপুরা ফিফা র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৮০তে অবস্থান করছে।









