ফিফা দ্য বেস্ট পুরস্কারের মনোনয়নে জায়গা হয়নি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ২০২৫ ফিফা বর্ষসেরা একাদশের ফরোয়ার্ড বিভাগে মনোনয়ন পেয়েছেন দুই মহাতারকাই।
২০২৪ সালের ১১ আগস্ট থেকে এবছরের ২ আগস্ট পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচিত হবে চূড়ান্ত একাদশে জায়গা পেতে। ছেলেদের ফুটবলের প্রত্যেক পজিশনের সেরা বাছাই করতে ৮৮ জনকে মনোনয়ন দিয়েছে ফিফা।
মনোনয়ন পেয়েছেন ২২ জন করে গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড। ভোটের মাধ্যমে নির্বাচিত হবে সেরা একাদশ।
মেসি চারবার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে তুলেছেন। যা তিনটি ভিন্ন ক্লাবের হয়ে জিতেছেন। সবশেষ ২০২৩ সালে বর্তমান ক্লাব মিয়ামিতে যাওয়ার পর জেতেন তিনি। রোনালদো জিতেছেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনবার।









