ফিফা দ্য বেস্ট পুরস্কারের জন্য মনোনয়ন প্রকাশ করেছে ফিফা। ২০২৪ সালের ১১ আগস্ট থেকে এবছরের ২ আগস্ট পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স বর্ষসেরা পুরস্কারটির জন্য বিবেচিত হবে।
ছেলেদের ফিফা বেস্টের জন্য মনোনয়ন পেয়েছেন ১১ জন। মেয়েদের পেয়েছেন ১৮ জন। ছেলেদের বেস্ট কোচের মনোনয়ন পেয়েছেন ৮ জন, মেয়েদের ৫ জন।
গত ব্যালন ডি’অর জয়ী ওসমানে ডেম্বেলে, রাফিনহা, পেদ্রি, আশরাফ হাকিমি, লামিন ইয়ামাল, মোহাম্মেদ সালাহ, ভিতিনহা, নুনো মেন্ডেজ, কোল পালমার, হ্যারি কেন, কাইলিয়ান এমবাপে আছেন সংক্ষিপ্ত তালিকায়।
মেয়েদের তালিকায় আছেন ব্যালন ডি’অর জয়ী আইতানা বোনমাতি, স্যান্ডি বাল্টিমোর, নাতালি বিওর্ন, লুসি ব্রোঞ্চ, মারিয়ানো কালডেন্তি, তাওমা চিয়োনগা, কাড্ডিয়াতো দিয়ানো, মেলিশি দিয়ার্নি, মেলসি দুমুর্নে, প্যাট্রি গুইজারো, লিন্ডসি হিপস, লরেন জেমস, কোল কেলি, এওয়া পাজর, ক্লোডিয়া পিনা, আলেক্সিয়া পুত্তেলাস, অ্যালেসিয়া রুসো, লে উইলিয়ামসন।
ছেলেদের কোচ জাভিয়ের আগুইয়রে, মিকেল আর্তেতা, লুইস এনরিকে, এঞ্জো মারেসা, রবের্তো মার্তিনেজ ও আর্নে স্লট আছে পুরস্কারের দৌড়ে। মেয়েদে কোচ সনিয়া বোমপাস্টার, জনাথন গিরালদেজ, সব হাইন্স, রেনে স্লেজারস, সেরানা উইগম্যান লড়বেন বেস্টের জন্য।









