‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪-২৫’য়ে অংশগ্রহণ করা ১০ দল নিয়ে গড়াতে চলেছে ‘ফেডারেশন কাপ ২০২৪-২৫’ আসর। আগামী ৩ ডিসেম্বর শুরু হতে চলা আসরের ড্র হবে ২০ নভেম্বর বুধবার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কনফারেন্স রুমে ড্র আয়োজন হবে। বাফুফে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ফেডারেশন কাপের ড্র শেষে ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগ ২০২৩-২৪’ এবং ২০২৩-২৪ ফুটবল মৌসুমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।
২০২৩-২৪ মৌসুমে ফেডারেশন কাপের ফাইনালে খেলেছিল বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডান। ফাইনালে মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কিংস।









