চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের তিন ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হারের পর অধিনায়কত্ব ছাড়ার আভাস দিয়েছেন টাইগার তারকা। যদি এমন হয়ই, আগামীতে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজকে পছন্দের শীর্ষে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন এমন। দীর্ঘমেয়াদ ও অভিজ্ঞতার জন্য আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত টাইগার দলপতি হিসেবে মিরাজকে পছন্দ বিসিবির।
বিসিবি প্রধান বলেছেন, ‘অবশ্য মিরাজ ইজ ওয়ান, কেন সেটা জানেন। সে তিন ফরম্যাটে খেলছে। দুইটা ফরম্যাট তো কনফার্ম খেলে। সে অনূর্ধ্ব-১৯ দলেরও অধিনায়ক ছিল।’









