অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এরইমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি।
রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে শপথ নেন ফারুকী। তার কিছুক্ষণ পরেই জানা যায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। এদিকে শপথ নেয়ার পর পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হন ‘শনিবার বিকেল’ এর এই নির্মাতা!
উপেদেষ্টার দায়িত্ব নেয়া প্রসঙ্গে ফারুকী বলেন, ‘আমি কখনোই কোনো পদ কিংবা কোনো চেয়ারে বসব, এটা ভাবি নাই। কিন্তু প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা টেম্পটিং, না বলাটা মুশকিল।’
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দায়িত্ব পালন প্রসঙ্গে ‘মেড ইন বাংলাদেশ’-এর নির্মাতা বলেন, “আমি আশা করি, যে কয়দিন কাজ করব, কিছু পরিবর্তন হয়তো ঘটাতে পারব। যদি ঘটাতে পারি, মনে করব যে উদ্দেশ্য নিয়ে এসেছি, সেটা সফল হবে। আমি যদি কাজের মধ্যে কোনো ভুল করি, সবার প্রতি আমার একই বক্তব্য, ফিল ফ্রি। ধরিয়ে দেবেন, এটা ভুল হচ্ছে। আমি সেটিকে সাদরে গ্রহণ করব।”
রবিবার বিকেল থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিলো, বর্তমান সরকারে নতুন তিন উপদেষ্টা যুক্ত হচ্ছেন; এরমধ্যে আছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। সন্ধ্যা হতেই সেই গুঞ্জন সত্য হলো। এরইমধ্যে অভিনন্দন বার্তায় ভাসছেন বহু দর্শকপ্রিয় সিনেমা নির্মাতা ফারুকী। চলচ্চিত্র, নাটকের বহু সহকর্মী ফারুকীকে অভিনন্দন জানাচ্ছেন।
পঁচিশ বছরের বেশী সময় ধরে নির্মাণের সাথে আছেন ফারুকী৷ চড়ুইভাতি, আয়েশা, ৪২০, ব্যাচেলর, মেড ইন বাংলাদেশ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, ডুব, শনিবার বিকেলসহ বহু জনপ্রিয় টিভি ফিকশন, চলচ্চিত্র নির্মাণ করেছেন ফারুকী। গড়ে তুলেছেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘ছবিয়াল’।









