দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর অবশেষে রাজধানীর ফার্মগেট এলাকার ঐতিহ্যবাহী ‘শহীদ আনোয়ারা উদ্যান’ সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মেট্রোরেলের নির্মাণ সামগ্রী তৈরি ও পরিচালনার জন্য পার্কটি অস্থায়ী অধিগ্রহণ করা হয়েছিল।
শনিবার (১০ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ তার ফেসবুক পেজে দেওয়া পোষ্টে এ তথ্য জানান।
পোষ্টে ডিএনসিসি প্রশাসক লিখেছেন, নগরবাসীর স্বার্থে বন্ধ থাকা পার্ক ও গণপরিসর পুনরুদ্ধার করে আবার সবার জন্য খুলে দেওয়া হয়েছে। আনোয়ারা উদ্যানের চারপাশে ওয়াকওয়ে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মাঠটি রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিষয়েও পরিকল্পনা করা হয়েছে।
প্রশাসক মোহাম্মদ এজাজ তার দেয়া পোস্টে আরও বলেন, এছাড়াও যেসব পার্ক ও গণপরিসরে দীর্ঘদিন বিধিনিষেধ ছিল বা অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল, সেগুলো পরিষ্কার করে পর্যায়ক্রমে পুনরায় জনগণের জন্য উন্মুক্ত করা হচ্ছে এবং উদ্যান এলাকায় থাকা অস্থায়ী স্থাপনাগুলো নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে সম্পূর্ণ পরিষ্কার করা হবে।
উল্লেখ্য, ২০১৮ সালে মেট্রোরেলের নির্মাণ কাজ শুরু হওয়ার পর নিরাপত্তার খাতিরে উদ্যানটিতে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘ সাত বছর পর উদ্যানটি ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।









