Advertisements
ফরিদপুরে চরাঞ্চলে বারি-১১ সরিষা আবাদ করে ভালো ফলন পেয়েছেন চাষি। খাটোজাতের সরিষার চেয়ে আকারে লম্বা বারি-১১ জাতের সরিষা থেকে বেশি ফলন পাওয়া যাচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের গবেষণা বিভাগ মাঠ পর্যায়ে এর তদারকি করছে।







