সংঘবদ্ধ ভুয়া কপিরাইট ক্লেইমের শিকার হয়েছে ডিজিটাল অনুসন্ধানী গণমাধ্যম দ্য ডিসেন্ট–এর ফেসবুক পেইজ, এরফলে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ সাময়িকভাবে অপসারণ করেছে মেটা কর্তৃপক্ষ।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে পেইজটি সাসপেন্ডের নোটিশ আসে বলে জানিয়েছে দ্য ডিসেন্ট কর্তৃপক্ষ।
দ্য ডিসেন্ট জানায়, গত কয়েক সপ্তাহ ধরে তাদের কনটেন্টকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে ভুয়া কপিরাইট অভিযোগ জমা দেওয়া হচ্ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে ফেসবুক একাধিক পোস্ট স্থায়ীভাবে মুছে ফেলে এবং শেষ পর্যন্ত পুরো পেইজটিই রিমুভ করা হয়।
প্রতিষ্ঠানটির দাবি, গত ডিসেম্বর শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে প্রতিবেদন প্রকাশের পর থেকেই তাদের ফেসবুক পেইজে অস্বাভাবিক সাইবার তৎপরতা বাড়তে থাকে। ১২ ডিসেম্বর হামলার ঘটনার পর দ্য ডিসেন্ট প্রথম দিকেই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করার তথ্য প্রকাশ করে। এরপর ১৭ জানুয়ারি পর্যন্ত ভুয়া কপিরাইট অভিযোগের কারণে অন্তত ৯টি পোস্ট স্থায়ীভাবে অপসারণ করা হয়। এর মধ্যে কয়েকটি পোস্ট রিভিউ আবেদনের মাধ্যমে পরে পুনরুদ্ধার করা সম্ভব হয়।
দ্য ডিসেন্টের সম্পাদক কদরুদ্দীন শিশির বলেন, যাচাই না করে সংঘবদ্ধ রিপোর্ট ও ভুয়া কপিরাইট ক্লেইমের ভিত্তিতে কনটেন্ট সরিয়ে নেওয়ার নীতি মতপ্রকাশের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার জন্য বড় হুমকি। এটি বাংলাদেশে মেটার কনটেন্ট মডারেশন ও মনিটরিং ব্যবস্থার দুর্বলতার প্রতিফলন।
তিনি আরও জানান, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পেইজটি দ্রুত পুনরুদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
দ্য ডিসেন্ট সম্প্রতি এক অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে দেশে ভুয়া কপিরাইট ক্লেইমের মাধ্যমে সংঘবদ্ধভাবে রিপোর্ট করার একটি চক্রের কার্যক্রম তুলে ধরেছিল। প্রতিবেদনে দেখানো হয়েছিল, কীভাবে যথাযথ যাচাই ছাড়াই এমন অভিযোগের ভিত্তিতে কনটেন্ট সরিয়ে নেওয়া হচ্ছে, যা একাধিক গণমাধ্যম ও কনটেন্ট নির্মাতাকে ক্ষতির মুখে ফেলছে।









