বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের একটি প্রতিনিধি দলের জামালপুরে ছাত্র-নাগরিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে এই মতবিনিময় সভার আয়োজন করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান, সহ-সমন্বয়ক আরমানুল ইসলাম, সাকিবুল হাসান, শহীদ সাফওয়ান আক্তার সদ্যর বাবা আক্তারুজ্জামান লিটনসহ আরো অনেকে।
কেন্দ্রীয় সমন্বয়করা বলেন, আমরা সবাই মিলে গণঅভ্যুত্থান করেছি। গণঅভ্যুত্থানের উদ্দেশ্য হলো রাষ্ট্র সংস্কার করা, আর তাই সবাইকে মিলেই রাষ্ট্র সংস্কার করতে হবে। বর্তমান সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের সরকার নয়, এই সরকার সকলের সরকার। এই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের।
এর আগে পুলিশ সুপারের কার্যালয়ে গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্বজনদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সমস্যার কথা শুনেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়করা।









