ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক রাঙিয়েছেন ইংল্যান্ডের গ্যাস অ্যাটকিনসন। ধারাবাহিকতা বজায় রেখে লাল বলের ক্রিকেটে নিয়মিত একজন হয়ে উঠেছেন ২৬ বর্ষী পেসার। টানা ছয় টেস্ট খেলেছেন। এবার ডানহাতি পেসারকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে থাকছেন না তিনি, তার বদলি হিসেবে ডাক পেয়েছেন অলি স্টোন।
সোমবার ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ৮ উইকেটে পরাজিত হয় ইংল্যান্ড। ম্যাচ শেষে অ্যাটকিনসনকে বিশ্রাম দেয়ার খবর জানান ইংল্যান্ডের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক অলি পোপ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলে অ্যাটকিনসনকে রেখেছিল ইংল্যান্ড। টানা খেলার ধকল কাটিয়ে উঠতে ২৬ বছর বয়সী এই ক্রিকেটারকে বিশ্রাম দেয়া হয়েছে বলে জানিয়েছেন পোপ। বলেছেন, ‘আমি মনে করি সে (অ্যাটকিনসন) ঠিক আছে। সে মূলত নিজেকে রিফ্রেশ করতে এবং সামনের এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে কয়েক সপ্তাহের ছুটি পেয়েছে।’
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টি-টুয়েন্টি ও পাঁচ ওয়ানডে খেলবে ইংল্যান্ড। ১১, ১৩ ও ১৫ সেপ্টেম্বর টি-টুয়েন্টি ম্যাচগুলো গড়াবে। ১৯, ২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর দুদল মুখোমুখি হবে ওয়ানডেতে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দল: জশ বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিস টপলে, জর্ডান কক্স, অলি স্টোন ও জন টার্নার।









