বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার বাস্তবায়ন নিয়ে মতভেদ থাকলে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে না।
বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে জুলাইয়ের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে। যুগপৎ আন্দোলনে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিরোধ নেই। ভিন্নমত থাকা গণতন্ত্রেরই অংশ। তবে আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। এর বাইরে যারা কথা বলছেন, তারা শেখ হাসিনার সুরেই কথা বলছেন।
আমির খসরু আরও বলেন, কিছু রাজনৈতিক দল মনে করে-তাদের দাবি না মানলে তারা নির্বাচনে অংশ নেবে না। এটি অগণতান্ত্রিক অবস্থান। বিএনপি চায় দেশে একটি গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া চলমান থাকুক। আমাদের প্রত্যাশা, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে-এর বাইরে কোনো সুযোগ নেই।
তিনি বলেন, ভোটাধিকার ফিরে পেতে অসংখ্য মানুষ নির্যাতিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সকলের ঐক্য থাকলেও, সকল দলে চিন্তার ঐকমত্য থাকবে না-এটাই স্বাভাবিক। তবে সিদ্ধান্ত নেবে দেশের জনগণই।
বিএনপির এই নেতা আরও বলেন, জুলাই সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়ে এগিয়ে যেতে হবে, আর বাকি বিষয়গুলো সংসদের মাধ্যমে পরিবর্তন করতে হবে। যতক্ষণ না জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। ততক্ষণ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না।
তিনি বলেন, যারা সংস্কার বাস্তবায়ন নিয়ে নানা দাবি তুলছেন, তাদের আচরণ গণতান্ত্রিক নয়। যারা ভিন্নমত পোষণ করছেন, তারা অগণতান্ত্রিক পথে হাঁটছেন না। শুধু রাজনীতি নয়, অর্থনীতিকেও গণতান্ত্রিক ব্যবস্থার আওতায় আনতে হবে। এর মাধ্যমেই দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।









