পবিত্র রমজানে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের পর ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় পথশিশুদের ঈদ উপহার হিসেবে নতুন পোশাক দিচ্ছে ‘পথশিশু আশ্রয়কেন্দ্র ফাউন্ডেশন’।
করোনা লকডাউন চলাকালীন পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সহায়তা উপহার দেয়ার মাধ্যমে যাত্রা শুরু করে পথশিশু আশ্রয়কেন্দ্র ফাউন্ডেশন। চিত্র সাংবাদিক নুরুল আলম নয়নের উদ্যোগে প্রতিষ্ঠার ৩ বছরে সংগঠনটি প্রায় সাড়ে ৩ শতাধিক কর্মসূচি পালন করে।
পথশিশুদের নাগরিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার সুযোগ তৈরি করতে সংগঠনটি কাজ করে যাচ্ছে। পথশিশুর বাইরেও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালিত করছে পথশিশু আশ্রয়কেন্দ্র ফাউন্ডেশন।
খাদ্য সহায়তার পাশাপাশি, হুইলচেয়ার, চিকিৎসা সরঞ্জাম, আর্থিক সহায়তা, পণ্য সহায়তা, কোরবানির ঈদে মাংস বিতরণ করে আসছে পথশিশু আশ্রয়কেন্দ্র ফাউন্ডেশন। ইতিমধ্যে জাতীয় কমিটি, আন্তর্জাতিক কমিটি, উপদেষ্টা কমিটি ও ১৬টি জেলায় শাখা কমিটির মাধ্যমে পথশিশু ও ছিন্নমূল মানুষের সেবায় নিয়োজিত রয়েছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নুরুল আলম নয়ন বলেন, সমাজের সবার সহযোগিতায় অদূর ভবিষ্যতে নিজস্ব আশ্রয়কেন্দ্র তৈরি করে সেখানে পথশিশু ও ছিন্নমূল মানুষের নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
নুরুল আলম নয়ন ছাড়াও মামুন, রাজিব, নাঈম, আয়নাল, মিথুন ও ব্যবসায়ী সাইফুলের পরিচালনায় মাসব্যাপী ইফতার বিতরণ এবং ঈদ উপলক্ষে পথশিশুদের নতুন পোশাক উপহার দিচ্ছে পথশিশু আশ্রয়কেন্দ্র ফাউন্ডেশন।







