ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। দর্শকদের সাথে এ আনন্দের ছোটকাকু সিরিজ হতে চায় চ্যানেল আই। ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। তার মাঝে ঈদের চতুর্থ দিন থাকছে এ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্যা ওয়ার্ল্ড, ছোটকাকু সিরিজ, একটি সিনেমা, দুটি টেলিফিল্ম, দুটি নাটক সহ নানা আয়োজন।
সকাল ৯টা ৩০ মিনিটে-এ থাকছে বিশেষ তৃতীয় মাত্রা। উপস্থাপনা ও পরিচালনা জিল্লুর রহমান।
১০টা ১৫ মিনিটে প্রচার করা হবে বাংলা সিনেমা ‘দেশান্তর’। পরিচালনায় আশুতোষ সুজন। অভিনয়ে ইয়াশ রোহান, আহমেদ রুবেল, মামুনুর রশীদ প্রমুখ।
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার করা হবে টেলিফিল্ম ‘আই লাভ মেট্রোরেল’। রচনা ও পরিচালনায় কচি খন্দকার। অভিনয়ে শাহেদ, ললনা নুর, সোহেল খান, চাষী আলম, কচি খন্দকার প্রমুখ।
বিকাল ৪ টা ৩০ মিনিটে থাকছে টেলিফিল্ম ‘ব্র্যান্ড নিউ জামাই’। রচনা ও পরিচালনায় অনিরুদ্ধ রাসেল। অভিনয়ে জাহের আলভী, সারওয়াত আজাদ বৃষ্টি প্রমুখ।
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ছোটকাকু সিরিজ ‘নাকাল নকল ছোটকাকু’। ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ পরিচালনা করেছেন আফজাল হোসেন।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখানো হবে এ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্যা ওয়ার্ল্ড। পরিকল্পনা, পরিচালনায় ও উপস্থাপনায় মুকিত মজুমদার বাবু।
৭টা ৫০মিনিটে থাকছে নাটক ‘ফিল মাই লাভ’। গল্প ও পরিচালনায় মাশরিকুল আলম। অভিনয়ে তওসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।
রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘দ্যা লাষ্ট ট্রেন’। রচনা ও পরিচালনায় মৃত্যুঞ্জয় সরদার উচ্ছাস। অভিনয়ে তানজিম তটিনী, সোহেল মন্ডল, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ।







