রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট। শনিবার বিকেল চারটার দিকে ব্যান্ড সিলসিলার কাওয়ালি গানের মাধ্যমে শুরু হয় কনসার্ট।
এদিন দুপুরের আগে থেকেই শত শত দর্শক ভিড় করতে থাকেন আর্মি স্টেডিয়ামের আশপাশে। দুপুর ২টার দিকে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় মূল গেট। প্রবেশ করেন হাজারো দর্শক!
যৌথভাবে এ কনসার্টের আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম ও স্কাইট্র্যাকার লিমিটেড। কনসার্টে জুলাই–আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের শতাধিক সদস্য উপস্থিত রয়েছেন বলে আয়োজকেরা জানান।
সিলসিলার পর পরই মঞ্চে উঠেন জুলাই অভ্যুত্থানের আলোচিত দুই র্যাপার সেজান ও হান্নান। তারা ‘কথা ক’ এবং ‘আওয়াজ উডা’ গান দুটি দিয়ে ভীষণ আলোচিত হন। এমনকি ‘আওয়াজ উডা’র জন্য গ্রেপ্তারও হয়েছিলেন হান্নান।
কনসার্টের মূল আকর্ষণ পাকিস্তানের জনপ্রিয় শিল্পী রাহাত ফতেহ আলী খান। এছাড়াও এই কনসার্টে গাইবে আর্টসেল, চিরকুট ও আফটারম্যাথ-এর মতো ব্যান্ড দলগুলো।
জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য এ কনসার্টের আয়োজন করা হয়েছে। এই কনসার্ট থেকে আয় হওয়া সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দেওয়া হবে।
এই চ্যারিটি কনসার্টের জন্য বিনা পারিশ্রমিকে গান করছেন রাহাত ফতেহ আলী। শুধু তাই নয়, ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টের জন্য ভেন্যু ভাড়াও নেয়নি আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ। অনুষ্ঠানটি বিনামূল্যে উপস্থাপনা করছেন দীপ্তি চৌধুরী।









