ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের রেজিস্টার্ড বন্ধু সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ডুফা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পঞ্চম আসর। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে ডুফা টাইটান টাইগার্স।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে দিনব্যাপী আয়োজনে অংশ নেয় চারটি দল- ডুফা এভেঞ্জার্স, ডুফা লায়ন্স, ডুফা বার্নার্স ও ডুফা টাইটান টাইগার্স। লিগ পদ্ধতির খেলায় ফাইনালে অংশ নেয় শীর্ষস্থানীয় দুটি দল। শিরোপা মঞ্চে ডুফা এভেঞ্জার্সকে হারিয়ে ট্রফি নিজেদের করে নেয় ডুফা টাইটান টাইগার্স।
টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ব্যাটার জাবেদ ওমর বেলিম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিএলে এবারের আসরের টাইটেল স্পন্সন গ্লোবাল ট্রেডিং কোম্পানির স্বত্বাধিকারী হাফিজুর রহমান, ডুফার প্রতিষ্ঠাতা সভাপতি এনায়েত হোসেন পল্লব, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড. নিয়ামুল ইসলাম, বর্তমান সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর প্রফেসর মাহবুব কায়সার, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন মিরাজ মিঠুসহ অনেকে।
১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ৪২টি বিভাগ, মেডিকেল কলেজ ও ১টি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রায় ৪৫০০ জন প্রাক্তন ছাত্রছাত্রীর এলামনাই সংগঠন ডুফা। সংগঠনটি সদস্যদের কল্যাণে ১৫টি স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।









