রিয়াল মাদ্রিদকে বিদায় বলে ব্রাজিলের কোচ হওয়া শুধু সময়ের ব্যাপার ছিল কার্লো আনচেলত্তির। ঠিক সেই মুহূর্তে ঘটনায় এলো নাটকীয় মোড়। ইউরোপের গণমাধ্যমে খবর, সেলেসাওদের কোচ হতে এখন আগ্রহী নন এ ইতালীয়। আপাতত রিয়ালেই থেকে যাচ্ছেন তিনি।
গত কয়েকমাস ধরেই খবরে আনচেলত্তির রিয়াল ছাড়ার আলোচনা। সবশেষ কোপা ডেল রের ফাইনালের পর রিয়াল ছাড়ার বিষয়টি আরও জোড়াল হয়। আগামী জুনে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ পাবেন তিনি, এমন খবরও আসে। এমনকি এ মৌসুমে লা লিগার শেষ ম্যাচে রিয়ালের পক্ষ থেকে আনচেলত্তিকে বিদায়ী সংবর্ধনা দেয়ার প্রস্তুতিও নিয়ে রেখেছিল বার্নাব্যু।
রিয়াল ছাড়ার ইস্যুতে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে আনচেলত্তির বৈঠকের পর বদলে গেছে সবকিছু। স্প্যানিশ ও ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম বলছে, শেষ মুহূর্তে নাটকীয় মোড় নিয়েছে আনচেলত্তির ব্রাজিল যাত্রা। এমুহূর্তে আনচেলত্তিকে ছাড়তে চাচ্ছে না রিয়াল। অন্যদিকে ইউরোপের ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার দাবি, ইতালিয়ান কোচ সৌদি আরব থেকে মোটা অঙ্কের প্রস্তাব পেয়েছেন, সেটি এখন বিবেচনায় নিয়েছেন।
বাস্তবতা হচ্ছে রিয়ালের সঙ্গে একবছর চুক্তি বাকি থাকায় এখনই আনচেলত্তিকে এক্সিট ফি দিতে রাজি হচ্ছেন না পেরেজ। মোটা অঙ্কের এক্সিট ফি পরিশোধ করে আনচেলত্তিকে নিতে রাজি নয় ব্রাজিলও। এসব টানাটানির মধ্যে রিয়াল ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আনচেলত্তি। আগামী জুনে ব্রাজিলের দায়িত্ব নেয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ক্লাব বিশ্বকাপ পর্যন্ত রিয়ালে থেকে যাচ্ছে। এরপর রিয়াল ছেড়ে অন্যকোথাও যাওয়ার ব্যাপারে ভাববেন আনচেলত্তি।
আনচেলত্তিকে না পেয়ে জুনের আগেই নতুন কোচের সন্ধানে নামতে হচ্ছে ব্রাজিলকে। বিশ্বকাপ বাছাইপর্বের পরের রাউন্ডের আগেই আল হিলাল কোচ জর্জ হেসুসকে দায়িত্ব দিতে পারে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন।









