প্যারিস অলিম্পিকে ডাইভিংয়ে শুরু থেকেই দারুণ করেছে চীন। ডাইভিংয়ের শেষ সোনাটিও জিতেছে দেশটি। তাতে এবারের আসরে আট ইভেন্টের আটটিতেই সোনা জিতে ইতিহাস গড়েছে চীন। টোকিও ও রিও অলিম্পিকে আট ইভেন্টের মধ্যে সাতটিতে সোনা জিতেছিল দেশটি।
ছেলেদের ১০ মিটার প্লাটফর্মের ফাইনালে ডাইভিংয়ে অষ্টম সোনাটি এনে দিয়েছেন ইউয়ান কাও। কাও ৫৪৭.৫০ পয়েন্ট পেয়েছেন। টোকিও অলিম্পিকেও এই ইভেন্টে সোনা জিতেছিলেন কাও।
৫০৭.৬৫ পয়েন্ট নিয়ে রৌপ্য জিতেছেন জাপানের রিকুতো তামাই। অলিম্পিক ডাইভিং ইতিহাসে জাপানের প্রথম পদক এটি। ৪৯৭.৩৫ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছেন গ্রেট ব্রিটেনের নোয়াহ উইলিয়ামস।









