বয়সটা ৪৪ হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অধ্যায় এখনও শেষ হয়নি ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির। ক্যারিয়ারের এ বেলায় এসে তার সিদ্ধান্ত, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে খেলবেন আরও এক মৌসুম। চেন্নাই সুপার কিংসের হয়েই সমর্থকদের সামনে ২০২৬ আইপিএলে হাজির হবেন উইকেটরক্ষক ব্যাটার।
চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশ্বি বিশ্বনাথ বলেছেন, ‘ধোনির আইপিএল খেলার খবর সত্য। মহেন্দ্র আমাদের বলেছে, আগামী বছরের আইপিএলেও তিনি খেলবেন।’
আইপিএলে চেন্নাইয়ের সঙ্গে দুজনই যুক্ত আছেন লম্বা সময় ধরে। ২০১৬ আসরে ৪৫ বছর বয়সে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএল খেলেছিলেন অস্ট্রেলিয়ার ব্র্যাড হগ। ধোনি ২০২৬ আইপিএল খেললে তিনি হবেন আইপিএলে খেলা দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার।
সর্বশেষ আইপিএলে বাজে সময় পার করেছেন ধোনি ও তার দল চেন্নাই। পয়েন্ট টেবিলের তলানিতে থেকে বিদায় নিতে হয় তাদের। আইপিএলের ১৮ আসরের মধ্যে চেন্নাইয়ের হয়ে ধোনি খেলেছেন ১৬বার। বাকি দুই আসরে অন্য দলের হয়ে খেলেছিলেন তিনি। এপর্যন্ত চেন্নাইয়ের হয়ে ৪ হাজার ৮৬৫ রান করেছেন ধোনি। তার অধিনায়কত্ত্বেই পাঁচ শিরোপা জিতেছে চেন্নাই।









