ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছন। ওই শিক্ষার্থীর নাম মঞ্জুরুল ইসলাম।
জানা গেছে, সলিমুল্লাহ মুসলিম হলের ১৬৫ নম্বর রুমে তিনি আত্মহত্যা করেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক ও অর্থনৈতিক অনটন এবং চাকরি না পাওয়ার কারণে আত্মহত্যা করেছেন তিনি। হল থকে মৃতদেহ উদ্ধারের সময় তার হাতের তালুতে ৩ বার ‘মৃত্য’ কথাটি লিখা ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, শাহবাগ থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তা পাঠানো হবে।
মঞ্জুরুল ইসলাম ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ।







