ইরানে সরকারবিরোধী বিক্ষোভে ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন-পীড়নের কারণে দেশটির কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য বৈঠক বাতিল করে আন্দোলনকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে বিক্ষোভ ঘিরে দেশটির বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক পরীক্ষা করতে চায়, তেহরান যুদ্ধের জন্য প্রস্তুত।








