২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে চিলির বিপক্ষে নেমেছিল আর্জেন্টিনা। তিন তারকার গোলে সহজ জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আলবিসেলেস্তে দল। ম্যাচের আগে মাঠে এসেছিলেন গত কয়েকটি আসরে আর্জেন্টিনার ফাইনালে গোলদাতা অ্যাঙ্গেল ডি মারিয়া।
আর্জেন্টিনা মাঠে নামার আগে কথা বলেছেন ডি মারিয়া। বলেছেন, ‘আমার ভেতরে অনেক ধরনের অনুভূতি হচ্ছে। এখন আসলে কথা বলা কঠিন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের যারা আমার সাথে কাজ করেছে, তাদের সবাইকে ধন্যবাদ। তাদের সাথে ১৬ বছর কাটিয়েছি। আমি কঠিন জীবন পার করেছি এবং শেষে তাদের সাথে আনন্দ নিয়ে শেষ করেছি।’
‘এখন আমি শুধু আরেকজন সমর্থক মাত্র। এখন এখানে আসব আমার পরিবার নিয়ে খেলা দেখতে। কোপা আমেরিকা এবং বিশ্বকাপে আসব এবং তাদের সমর্থন করব।’
আর্জেন্টিনার উইঙ্গার কোপা আমেরিকা জয়ের পর অবসর নিয়েছেন। ৩৬ বর্ষী তারকা ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে গোল করার পর লা ফিনালিস্সিমা এবং কাতার বিশ্বকাপের ফাইনালে গোল করেছিলেন।









