গত ২৩মে আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার সিটি ছাড়ার কথা জানান কেভিন ডি ব্রুইন। আলোচনায় ছিল ৩৩ বর্ষীর নতুন গন্তব্য নিয়ে। ইতালিয়ান ক্লাব নাপোলিতে যাচ্ছেন বেলজিয়ান তারকা।
দলবদলের খবরের নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানো জানিয়েছেন এ খবর। সিরি আ চ্যাম্পিয়ন ক্লাবটিতে দুই বছরের চুক্তিতে যাচ্ছেন ডি ব্রুইন। চাইলে চুক্তির মেয়াদ আরও একবছর বাড়াতে পারবেন ক্লাবটির সঙ্গে।
আন্তর্জাতিক দায়িত্ব শেষ করে চলতি সপ্তাহের শেষদিকে নেপলসে পাড়ি জমাবেন বেলজিয়ান তারকা, যেখানে মেডিকেল টেস্ট সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবেন।
২০১৫ সালে ভিএফএল উল্ফসবুর্গ থেকে ৫৫ মিলিয়ন পাউন্ডে ম্যানসিটিতে এসেছিলেন ডি ব্রুইন। ইতিহাদে ১০ বছরের ক্যারিয়ারে সিটিকে ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং ৫টি লিগ কাপ, ২টি এফএ কাপ ও ১টি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৬টি শিরোপা জিতিয়েছেন।









