গণমাধ্যমে শিল্পী সমিতি ও সাধারণ সম্পাদককে নিয়ে কটুক্তি করায় সমিতির সদস্যপদ হারাতে পারেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। বৃহস্পতিবার সমিতির কার্যকরী সভা শেষে এমনটা জানিয়েছেন সহ-সভাপতি ডি এ তায়েব।
নিপুণের সদস্যপদ কেন বাতিল হবে না, জানতে চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি। ৭ দিনের মধ্যে সঠিক জবাব না পেলে নিপুণের সদস্যপদ বাতিল হতে পারে বলে মন্তব্য করেছেন তায়েব।
তিনি বলেন, শিল্পী সমিতি এবং বর্তমান সাধারণ সম্পাদকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নিপুণ যে নিষ্ঠুর কথাবার্তা বলেছেন, তা এখন সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। তিনি যেসব কুরুচিপূর্ণ কথা বলেছেন, তার ব্যাখ্যা চেয়ে সাত দিনের মধ্যে জবাব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার জবাব সন্তোষজনক না হলে সাত দিনের মধ্যে আমরা তার মেম্বারশিপ বাতিল করে দিবো।
গত বুধবার ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন নিপুণ। তার রিটের বিষয়ে সমিতির পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে বৃহস্পতিবার বৈঠক করেন সদস্যরা।
বৈঠক শেষে ডি এ তায়েব বলেন, ‘রিট করা নিয়ে আমরা এখনো ভাবছি না। আমাদের কাছে নোটিশ এলে আইনিভাবে তা মোকাবিলা করা হবে।’
এরআগে চলতি বছরে মার্চে জায়েদ খানের সদস্যপদ বাতিলের খবর প্রকাশ্যে আসে। জায়েদের বিরুদ্ধেও ছিলো একই অভিযোগ। সাধারণ সম্পাদককে নিয়ে মিথ্যা, মনগড়া, কুরুচিপূর্ণ মন্তব্য করায় বাতিল হয় জায়েদের সদস্যপদ। যদিও সেই সময় সাধারণ সম্পাদকের আসনে ছিলেন নিপুণ নিজেই!









