চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে মৃত্যুবরণ করা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু (৫০)-এর জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয়দের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
বুধবার ১৪ জানুয়ারি সকাল ১১টায় জীবননগর পৌর ঈদগাঁ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক বি এম তারিক উজ জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সিআইপি সাহিদুজ্জামান টরিকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। জানাজায় ইমামতি করেন মাওলানা রুহুল আমীন।
পারিবারিক সূত্র জানায়, ডাবলুর মা ও ভাই বুধবার রাতে লন্ডন থেকে দেশে ফিরবেন। এ কারণে বৃহস্পতিবার সকাল ১০টায় একই স্থানে দ্বিতীয় জানাজা শেষে জীবননগর পৌর কবরস্থানে মরদেহ দাফন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, সোমবার রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সেনাবাহিনীর একটি দল পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে আটক করে নিয়ে যায়। পরে নির্যাতনের শিকার হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর রাতেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় বিক্ষোভ শুরু করেন। মঙ্গলবার ভোরে তারা সড়কে গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকায় রোগীরা চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির মুখে পড়েন।









