ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে পাইলট ও কেবিনক্রসহ ২৪২ যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। যাত্রীদের মধ্যে বিদেশি নাগরিক ছিলেন ৬১ জন, আর ভারতীয় ছিলেন ১৬৯ জন। এছাড়া দুইজন পাইলট এবং ১০ জন কেবিন-ক্রু ছিলেন উড়োজাহাজটিতে।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিদেশি যাত্রীদের মধ্যে ব্রিটিশ ৫৩ জন, পর্তুগালের ৭ জন এবং কানাডার একজন যাত্রী ছিলেন।
এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে ভারতের আহমেদাবাদের বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি। উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই মাত্র ৮২৫ ফুট উঁচুতে ওঠার পরই তা নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেন, ভারতের শহর আহমেদাবাদে বিধ্বস্ত লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে অনেক ব্রিটিশ নাগরিক ছিলেন। এছাড়াও প্রকাশিত দুর্ঘটনার দৃশ্যগুলো ভীষণ মর্মান্তিক। আমি পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আপডেট রাখছি এবং এই উদ্বেগজনক মুহূর্তে যাত্রীদের পরিবারের সঙ্গে রয়েছে।









