কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে’র হয়ে বল হাতে অভিষেক রাঙিয়েছেন সাকিব আল হাসান। তবে ব্যাট হাতে ভালো করতে পারেননি। সাকিবের ব্যর্থতার দিনে তার দল ৪ রানের লিড নিয়ে থেমেছে।
টনটনে চারদিনের ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে সমারসেট। প্রথম ইনিংসে ৩১৭ রানে থেমে যায় তারা। জবাবে নেমে তৃতীয় দিন মধ্যাহ্ন বিরতির আগে ৩২১ রান তুলে থেমেছে সারে।
তৃতীয় দিন সারে’র চতুর্থ উইকেট পড়লে ব্যাটে আসেন সাকিব। ক্রিজে মোকাবেলা করেন ২৪ বল। ১ চারে ১২ রান করে জ্যাক লিচের বলে ফিরতি ক্যাচ দিয়ে আউট হন।
সারে’র হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন টম কারেন। ৭৫ বলে ৮৬ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে রায়ান প্যাটেলের ব্যাট থেকে। ১৯২ বলে ৭০ রান করেন। এছাড়া বেন গিডস ৯৪ বলে ৫০ রান এবং বেন ফোকস ৩৭ রান করেন।
সমারসেটের হয়ে অর্খি অ্যালড্রিজ ৩৭ ওভারে ১৯২ রান খরচায় ৬টি উইকেট নেন। জ্যাক লিচ ৪৮.২ ওভারে ১০৫ রান খরচায় নেন চার উইকেট।
এর আগে প্রথম ইনিংসে টম ব্যানটনের ১৩২ রানের ইনিংসে ৩১৭ রান করে সমারসেট। সারে’র হয়ে সাকিব ৩৩.৫ ওভার বল করে ৯৭ রান খরচায় ৪ উইকেট নেন। ৩ উইকেট নেন ড্যানিয়েল ওরাল।









