যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরেও হচ্ছে না ব্যতিক্রম। আট দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালায় এবার থাকছে ছোটকাকু সিরিজের বিশেষ ধারাবাহিক নাটক ‘ছোটকাকু রহস্য’।
ফরিদুর রেজা সাগর-এর লেখা ছোটকাকু জনপ্রিয় গোয়েন্দা সিরিজ। অভিনেতা নির্মাতা আফজাল হোসেনের নাট্যরূপে প্রতি বছর নির্মিত হয় টেলিভিশন নাটক, আর মূল চরিত্রে তো তিনি আছেনই! গেল বছর থেকে পরিচালনার দায়িত্ব আফজাল হোসেন তুলে দেন নির্মাতা অনিমেষ আইচের হাতে!
তারই ধারাবাহিকতায় অমিনেষ আইচ নির্মিত আসন্ন ছোটকাকু সিরিজের নতুন নাটক ‘ছোটকাকু রহস্য’ দেখা যাবে ঈদ অনুষ্ঠান মালায় প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
নাটকে মূল চরিত্রে আফজাল হোসেন ছাড়াও অভিনয় করেছেন আশনা হাবীব ভাবনা, রওনক হাসান, প্রবাল প্রমুখ।









