গত কয়েক দিন ধরেই জোর গুঞ্জন উড়ছে, ক্যানসারে আক্রান্ত হয়েছেন তেলেগু সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী। যা নিয়ে তার ভক্তরাও উদ্বিগ্ন হয়ে পড়েন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া চর্চা হলেও চিরঞ্জীবীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি এতদিন। তবে অবশেষে এ নিয়ে মুখ খুললেন তিনি।
শনিবার (৩ জুন) একটি টুইট করেন চিরঞ্জীবী। এতে তিনি লিখেন, ‘সম্প্রতি আমি একটি ক্যানসার কেন্দ্র উদ্বোধন করার সময় ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছিলাম। আপনি যদি নিয়মিত মেডিক্যাল টেস্ট করিয়ে থাকেন তবে ক্যানসার প্রতিরোধ করা যেতে পারে।’
তিনি আরো জানান, তিনি কোলনোস্কোপি করিয়েছিলেন। তাতে পলিপ শনাক্ত হয়েছে। কিন্তু এ পলিপে ক্যানসারের জীবাণু পাওয়া যায়নি। চিরঞ্জীবী এ টুইটে আরো লিখেন, ‘আমি যদি শুরুতে পরীক্ষা না করাতাম, তা হলে সময়ের সঙ্গে এটি ক্যানসারে পরিণত হতো।’
চিরঞ্জীবী অভিনীত পরবর্তী সিনেমা ‘ভোলা শংকর’। মেহের রমেশ পরিচালিত এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এতে আরো অভিনয় করছেন তামান্না ভাটিয়া, কীর্তি সুরেশ প্রমুখ। আগামী ১১ আগস্ট এটি মুক্তির কথা রয়েছে।
সূত্র: হিন্দুস্থান টাইমস







