চীন বলছে, বিভিন্ন দেশে চীনা নাগরিকদের প্রবেশের জন্য যে কঠোর নিয়ম জারি করা হচ্ছে, তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
সম্প্রতি চীন তার নাগরিকদের জন্য কোভিডের নিয়ম কানুন শিথিল করার পরেই সেখানে করোনা ভাইরাস সংক্রমণের হার হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। যে কারণে আমেরিকা, ভারত এবং ব্রিটেনসহ আরও কিছু দেশ তাদের দেশে চীনা নাগরিকদের প্রবেশের জন্য বাধ্যতামূলক কোভিড টেস্টের নিয়ম জারি করে।
দেশগুলো আশঙ্কা করছে চীন তার দেশের কোভিড সংক্রমণের প্রকৃত চিত্র তুলে ধরছে না।
চীন তার দেশে করোনা সংক্রমণের যে নথি প্রকাশ করছে তাতে তারা দেখিয়েছে দৈনিক সংক্রমণের হার ৫ হাজারের কম। কিন্তু বিশ্লেষকরা বলছেন, সেখানে প্রতিদিনের সংক্রমণের হার ২০ লক্ষেরও বেশি। এমনকি এমাসে এই সংখ্যা দৈনিক সর্বোচ্চ ৪০ লক্ষে পৌছতে পারে।
অপর্যাপ্ত তথ্যা এবং ৮ জানুয়ারির পর থেকে চীন তার দেশের নাগরিকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করায় অন্তত ডজন খানেক দেশ ঘোষণা করেছে, তাদের দেশে চীনা নাগরিকদের প্রবেশ করতে হলে প্রথমেই কোভিড টেস্ট করতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আহ্বান জানিয়ে বলেছে, চীনের উচিত তার দেশের কোভিড পরিস্থিতি এবং সংক্রমণের প্রকৃত চিত্র নিয়মিত ডাব্লিউ এইচ ও কে জানানো।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, চীন সারাবিশ্বের সাথে তাদের যোগাযোগকে আরো উন্নত করতে আশাবাদী।







