জুয়া-ফিক্সিংয়ের অভিযোগে ৪৩ জনকে আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে চায়নিজ ফুটবল অ্যাসোসিয়শন (সিএফএ)। নিষিদ্ধদের তালিকায় চীন জাতীয় দলের ৩ সাবেক ফুটবলার ও ২০২২ কাতার বিশ্বকাপে সাউথ কোরিয়ার হয়ে খেলা মিডফিল্ডার সন জুনে-হোও আছেন।
মঙ্গলবার চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্যমতে, দুই বছর ধরে দেশীয় খেলায় অবৈধ জুয়া ও ম্যাচ ফিক্সিং নিয়ে তদন্ত করা হয়েছে। তদন্তে দেখা গেছে, ১২০টি ফুটবল ম্যাচে ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে। যার মধ্যে ৪১টি ক্লাব জড়িত ছিল। তবে সবগুলো ম্যাচ চীনে হয়েছিল কিনা তা অবশ্য প্রতিবেদনে বলা হয়নি।
জুয়া ও ফিক্সিংয়ে ১২৮ জনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের মধ্যে ৪৩ জনকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধদের মধ্যে ৩৮ জন পেশাদার ফুটবলার ছিলেন। বাকী পাঁচজন ক্লাব কর্মকর্তা। পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন ১৭ জন। সেই তালিকায় ১৫ জন খেলোয়াড় ও দুজন ক্লাব কর্মকর্তা আছেন।
চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় প্রথম দফায় মোট ৬১ জনের বিশদ বিবরণ স্পোর্ট অফ চায়না এবং সিএফএ-কে জানিয়েছে। যাদের মধ্যে ৪৪ জন ঘুষ, জুয়া এবং ক্যাসিনো খোলার জন্য অভিযুক্ত হয়েছেন। অন্য ১৭ জন ঘুষ ও ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত ছিলেন।
সিএফএ সভাপতি সং কাই বলেছেন, ৪৪ জনের মধ্যে ৪৩ জনকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অন্য ১৭ জনকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া বাকী একজন সাবেক হ্যাংঝো গ্রিনটাউনের ফুটবলার শেন লিউক্সি ২০১৩ সালে আজীবন নিষেধাজ্ঞার শাস্তি পাওয়ায় তাকে নতুন করে নিষেধাজ্ঞা দেয়া হয়নি। বর্তমান তদন্তে অবৈধ ক্যাসিনো খোলার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।









