প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টায় ফোন করে নাগরিক নেতা নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
নুরুল হক নুর জানান, ফোনালাপে তিনি প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনার বিস্তারিত তুলে ধরেন। এসময় ড. ইউনূস তাকে আশ্বস্ত করেন যে, ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গতকাল রাতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে যান।
রাজধানীর কাকরাইলে সংঘর্ষে গুরুতর আহত গণাধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসা তদারকির জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।









