চাঁপাইনবাবগঞ্জের ২ ও ৩ সংসদীয় আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৮টা হতে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহন হবে ইভিএম এ। বুধবার চাঁপাইনবাবগঞ্জের ২ সংসদীয় আসনের উপ-নির্বাচনে ১৮০টি কেন্দ্রে এবং ৩ সংসদীয় আসনের উপ-নির্বাচনের ১৭২টি কেন্দ্রে ইভিএম এ ভোটগ্রহন হবে। ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। চাঁপাইনবাবগঞ্জের দুটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী ১৮০০ জন সদস্য মোতায়েন রয়েছে।






